ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে আন্তর্জাতিক আলোচনায় দেশটির প্রধান মধ্যস্থতাকারী শনিবার দিনের শেষদিকে বলেছেন, তিনি মনে করেন না যে, ১৮ জুন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে চলতি সপ্তাহে তারা বিষয়টির সমাধানে পৌঁছাতে পারবেন।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনা থেকে বেরিয়ে আসার পর আলোচনায় রাশিয়ার প্রতিনিধি একই কথা বলেছেন। টুইটারে এক বিবৃতিতে তিনি বলেন, বিদ্যমান আলোচনা চূড়ান্ত করতে আরো কয়েক সপ্তাহ সময় লাগবে।
ভিয়েনায় ষষ্ঠ দফায় আলোচনা পুনরায় শুরু হওয়ার পর ইরানের আব্বাস আরাগচি দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বলেছেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে আমরা এই সপ্তাহে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।”
প্রেসিডেন্ট হাসান রুহানির উত্তরসূরি নির্বাচনে ১৮ জুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, রুহানি সংবিধান অনুযায়ী দুই মেয়াদ পূরণ করেছেন।
যুক্তরাষ্ট্রকে চুক্তিতে ফিরিয়ে আনতে এবং ইরানকে চুক্তির শর্ত পূরণের লক্ষ্যে বৃটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং ইরানের প্রতিনিধিরা ভিয়েনায় বৈঠকে বসেন।