চলতি সপ্তাহে পরমাণু আলোচনার সুরাহা হচ্ছে না

VIENNA, AUSTRIA - APRIL 06: In this handout provided by the EU Delegation in Vienna, Representatives of the European Union (L) and Iran (R) attend the Iran nuclear talks at the Grand Hotel on April 06, 2021 in Vienna, Austria. Representatives from the United States, Iran, the European Union, Russia, China and other participants from the original Joint Comprehensive Plan of Action (JCPOA) are meeting directly and indirectly over possibly reviving the plan. The JCPOA was the European-led initiative by which Iran agreed not to pursue a nuclear weapon in exchange for concessions, though the United States, under the administration of former U.S. President Donald Trump, abandoned the deal and intensified sanctions against Iran. (Photo by EU Delegation in Vienna via Getty Images)

ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে আন্তর্জাতিক আলোচনায় দেশটির প্রধান মধ্যস্থতাকারী শনিবার দিনের শেষদিকে বলেছেন, তিনি মনে করেন না যে, ১৮ জুন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে চলতি সপ্তাহে তারা বিষয়টির সমাধানে পৌঁছাতে পারবেন।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনা থেকে বেরিয়ে আসার পর আলোচনায় রাশিয়ার প্রতিনিধি একই কথা বলেছেন। টুইটারে এক বিবৃতিতে তিনি বলেন, বিদ্যমান আলোচনা চূড়ান্ত করতে আরো কয়েক সপ্তাহ সময় লাগবে।
ভিয়েনায় ষষ্ঠ দফায় আলোচনা পুনরায় শুরু হওয়ার পর ইরানের আব্বাস আরাগচি দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বলেছেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে আমরা এই সপ্তাহে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।”
প্রেসিডেন্ট হাসান রুহানির উত্তরসূরি নির্বাচনে ১৮ জুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, রুহানি সংবিধান অনুযায়ী দুই মেয়াদ পূরণ করেছেন।
যুক্তরাষ্ট্রকে চুক্তিতে ফিরিয়ে আনতে এবং ইরানকে চুক্তির শর্ত পূরণের লক্ষ্যে বৃটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং ইরানের প্রতিনিধিরা ভিয়েনায় বৈঠকে বসেন।