চলতি সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর

FILE PHOTO - U.S. Secretary of State Rex Tillerson speaks on issues related to visas and travel after U.S. President Donald Trump signed a new travel ban order in Washington, U.S. on March 6, 2017. REUTERS/Kevin Lamarque/File Photo

চলতি সপ্তাহে চীন সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেইজিংয়ে পৌঁছাবেন টিলারসন।

১ অক্টোবর রবিবার পর্যন্ত তিনি চীনে অবস্থান করবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণ সহ বাণিজ্য ও বিনিয়োগের মত বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে টিলারসন আলোচনা করবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার উপর চাপ প্রয়োগে চীনকে অতিরিক্ত ভূমিকা গ্রহণ এবং উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপনাস্ত্র কর্মসূচিতে তহবিল সঞ্চার বন্ধ করে দেয়ার জন্য চীনা কর্তৃপক্ষের প্রতি আহবান জানাতে পারেন তিনি।

এছাড়া উত্তর কোরিয়ার সাথে যেসব চীনা কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠান ব্যবসায়িক সম্পর্কে লিপ্ত, তাদের উপর নিয়ন্ত্রণ জোরদার করার জন্য বেইজিংয়ের প্রতি আহবান জানানোর সম্ভাবনা রয়েছে তার এ সফরে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি হবে রেক্স টিলারসনের দ্বিতীয় চীন সফর। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর করার কথা রয়েছে।

সূত্র : এনএইচকে

আজকের বাজার: এমএম / ২৭ সেপ্টেম্বর ২০১৭