মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোকিয়া তাদের অনন্য সব ফোনের জন্য পৃথিবীজুড়ে বিখ্যাত। তবে এবার ফোন নয় স্মার্ট টিভি বাজারে নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। আর নোকিয়া ব্র্যান্ডের প্রথম স্মার্ট টিভি চলতি সপ্তাহেই বাজারে আসছে।
নোকিয়ার এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে থাকবে ৫৫ ইঞ্চির আলট্রা এইচডি (৪কে) ডিসপ্লে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা এই টিভিতে বিল্ট-ইন থাকছে ২৪ ওয়াটের জেবিএল স্পিকার। ডলবি ভিশন, এইচডিআর ১০, এইচডিএমআই পোর্ট, ইউএসবি পোর্টসহ এই টিভিতে থাকবে অত্যাধুনিক সব প্রযুক্তি। ভারতীয় অনলাইন মার্কেটপ্লেস ফ্লিপকার্টের মতে এই টিভির দাম পড়বে প্রায় ৫০ হাজার টাকা।
আজকের বাজার/লুৎফর রহমান