চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম)ও একটির বিশেষ সাধারন সভা (ইজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। গত ডিসেম্বর মাসে এসব কোম্পানির হিসাব বছর শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আর্থিক খাতের প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড আগামী ১৮ সেপ্টেম্বর এজিএম তারিখ নির্ধারন করেছে। এদিন রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ৯ টায় এ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ দেয়নি। গত ৭ আগষ্ট ছিল কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট।

আগামী ১৯ সেপ্টেম্বর এজিএম তারিখ নির্ধারন করেছে বিমা খাতের সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।ওই দিন সকাল সাড়ে ১০ টায় রাজধানীর তেজগাঁও ট্রাস্ট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট গত ২৮ আগষ্ট নির্ধারিত ছিল।

এদিকে, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড আগামী ১৯ সেপ্টেম্বর বিশেষ সাধারন সভা (ইজিএম) তারিখ নির্ধারন করেছে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট গত ২৭ আগষ্ট নির্ধারিত ছিল।