চলতি সপ্তাহে ৩ প্রতিষ্ঠানের এজিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে চলতি সপ্তাহের ২৯ নভেম্বর,
বৃহস্পতিবার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ অটোকার্স এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স:
এই প্রতিষ্ঠানটির এজিএম অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর সকাল ১০ টায় তোপখানা রোডের ফারইস্ট টাওয়ারে । ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২৫ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে।

বাংলাদেশ অটোকার্স :
এই প্রতিষ্ঠানের এজিএম অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর তেজগাও ইন্ডাস্ট্রিজ এলাকায় সকাল ১১টায় ।
৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ ক্যাশ এবং ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড।

কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড :
এই প্রতিষ্ঠানের এজিএম ২৯ নভেম্বর মহাখালির রাওয়া কমপ্লেক্সের হল-২তে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ১২শতাংশ স্টক ডিভিডেন্ড সুপারিশ করেছে।

উল্লেখ্য, এসব এজিএমে প্রতিষ্ঠানগুলোর সুপারিশকৃত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

 

 

আজকের বাজার/ মিথিলা