পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স, বাটা সু কোম্পানি ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ফ্যাস ফিন্যান্স
এই কোম্পানির এজিএম আগামী ২০ জুন সকাল সাড়ে ১০টায় রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।
নর্দার্ণ ইন্স্যুরেন্স
এই কোম্পানির এজিএম ২১ জুন সকাল ১০টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ, আইডিবি ভবন, কাকরাইলে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বাটা সু
এই কোম্পানির এজিএম ২১ জুন সকাল সাড়ে ১০টায় ফ্যাক্টরি প্রাঙ্গন, টঙ্গী, গাজীপুরে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি মোট ৩৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
ডেল্টা লাইফ
ডেল্টা লাইফের এজিএম ২১ জুন সকাল ১০টায় ডেল্টা লাইফ টাওয়ার, গুলশা নে অনুষ্ঠিত হবে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি মোট ৩৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।