চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম

চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে বার্জার পেইন্টস বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ,ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি, এনসিসি ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স কোম্পানি এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

বার্জার পেইন্টস বাংলাদেশ:

বার্জার পেইন্টস বাংলাদেশের এজিএম আগামী রোববার অনুষ্ঠিত হবে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরাতে সকাল ১০টায় এই এজিএম অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৭৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করে। এর পুরোটাই নগদ।এর আগে কোম্পানিটি ৪২৫ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করে।

ম্যারিকো বাংলাদেশ:

ম্যারিকো বাংলাদেশের এজিএম আগামী সোমবার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করে। এর পুরোটাই নগদ।এর আগে কোম্পানিটি ৪৫০ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করে।

ফেডারেল ইন্স্যুরেন্স:

ফেডারেল ইন্স্যুরেন্সের এজিএম আগামী সোমবার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে ওই দিন সকাল সাড়ে ১০টায় এ এজিএম অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

এনসিসি ব্যাংক:

এনসিসি ব্যাংকের এজিএম আগামী সোমবার অফিসার্স ক্লাব, বেইলী রোড, রমনায় ওই দিন সকাল ১০টায় এ এজিএম অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর পুরোটাই নগদ।

জনতা ইন্স্যুরেন্স কোম্পানি:

জনতা ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম আগামী মঙ্গলবার বনানী ক্লাব মিলনায়তনে ওই দিন সকাল ১১টায় এ এজিএম অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স:

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের এজিএম আগামী বৃহস্পতিবার স্পেক্ট্রা সেন্টার মিলনায়তন, গুলশান-১ ওই দিন সকাল ১১টায় এ এজিএম অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

আজকের বাজার:এলকে/ এলকে/ ১৬ জুলাই ২০১৭