ভারতের মুম্বাইয়ে বাইক থেকে পড়ে বাসে নারীর পিষ্ট হওয়ার একটি দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে।
বেহাল রাস্তার কারণে চলন্ত বাইক থেকে পড়ে গিয়ে এক নারী ঘটনাস্থলে মারা যান।
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি জলাবদ্ধ রাস্তায় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন। তার পিছনে বসা সাদা পোশাক পরিহিত এক নারী। বৃষ্টি হওয়ায় ওই নারীর মাথায় ছাতা ছিল।
মোটরসাইকেলটি কিছু দূর চলার পর রাস্তার একটি গর্তে পড়ে মোটরসাইকেলটি উল্টিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী নারী দুইজনই রাস্তায় পড়ে যান। এ সময় একটি চলন্ত বাস নারীকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
আজকের বাজার/আরআইএস
https://www.facebook.com/TimesofIndia/videos/10156708253312139/?t=83