চলন্ত সিএনজির ওপর গাছ পড়ে নিহত ১

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশার ওপর সড়কের মরা গাছ পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই সিএনজির ৪ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৬ মে) সকালে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার তাড়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আলী আকবর (৪০)। তিনি ভৈরব শহরের কমলপুর এলাকার মৃত আবদুল আজিজের ছেলে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টায় কিশোরগঞ্জ থেকে একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে ভৈরব যাচ্ছিল। তাড়াকান্দি নামক স্থানে পৌঁছলে হঠাৎ করে একটি মরা গাছ ভেঙে সিএনজির ওপর পড়ে।

ভৈরব হাইওয়ে থানার এসআই জিয়াউর রহমান জানান, এতে ঘটনাস্থলেই সিএনজির চালক আলী আকবর মারা যান। ভৈরব হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিএনজিটি উদ্ধার করে। এছাড়া ৪ জন আহত হন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও তিনজনকে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের বাজার/একেএ