চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশা থেকে কবরস্থানে ছুড়ে ফেলে দেয়া সাত মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে বন্দর নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার কবরস্থানের কাছ থেকে মেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক)হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক জানান, দুপুরে চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার নিরাপত্তার দায়িত্ব পালন করার সময় খুলশী থানার এএসআই হিরণ মিয়া একটি চলন্ত সিএনজি অটোরিকশা থেকে কিছু একটা কবরস্থানে ফেলে দিতে দেখেন। পরে সেখান থেকে শিশুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সে হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
তিনি বলেন, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অটোরিকশাটি শনাক্তের চেষ্টা চলছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)প্রণব চৌধুরী ইউএনবিকে জানান, চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি অপুষ্টি এবং পানিশূন্যতায় ভুগছে। চিকিৎসা শুরুর পর থেকে তার অবস্থা উন্নতির দিকে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান