চলে গেলেন জিয়ার ছোট ভাই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোটভাই আহমেদ কামাল ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার ২৩ নভেম্বর বিকাল ৪ টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।

খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, আহমেদ কামাল রাজধানীর সবুজবাগ এলাকায় একটি বাসায় একাকী জীবনযাপন করতেন। ব্যাচেলর জীবনকেই স্বাচ্ছন্দ্যময় মনে করতেন তিনি। এস ইসলাম ডন নামে একজন দুঃসম্পর্কের আত্মীয় তার খোঁজখবর রাখতেন। সবাই তাকে আহমদ কামালের ভাতিজা বলে জানেন।

ব্যক্তিগত জীবনে চিরকুমার আহমেদ কামাল পর্যটন করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপক ছিলেন। দীর্ঘদিন ধরে আহমেদ কামাল উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাইপারটেনশনসহ নানা রোগে ভুগছিলেন বলেও জানান শায়রুল।

আজকের বাজার:এলকে/এলকে ২৩ নভেম্বর ২০১৭