চলে গেলেন বলিউড কিংবদন্তী ঋষি কাপুর। ক্যান্সারে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
নিউ ইর্য়কে চিকিৎসা নিয়ে কয়েক মাস আগেই দেশে ফেরেন। শিশু অভিনেতা হিসেবে ১৯৭০ সালে মেরা নাম জোকার মুভিতে অভিষেক হয়েছিলো ঋষি কাপুরের। অসামান্য অভিনয়ের জন্য প্রথম ছবিতেই জিতে নেন ভারতের জাতীয় পুরস্কার। এরপর ববি, দো দুনি চার, কাপুর এন্ড সন্স, শ্রী ফোর টোয়েন্টির মত অসংখ্য ব্যবসা সফল চলচিত্রে অভিনয় করেন।
কাপুর পরিবার বলিউডের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে। বাবা রাজ কাপুর। স্ত্রী নিতু কাপুর, ছেলে রনবীর কাপুর সবাই অভিনয়ের সাথে জড়িত।
এদিকে গতকালই মারা যান আরেক শক্তিমান অভিনেতা ইরফান খান।