ভেনিজুয়েলার বিখ্যাত সঙ্গীত শিল্পী, রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ জোসে অ্যান্টোনিও আবরিউ শনিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তিনি ভেনিজুয়েলার যুবকদের জন্য ১ হাজার ৫শ’র বেশি অর্কেস্টা ও গায়কদলের একটি নেটওয়ার্ক সৃষ্টি করেন। এই অসামান্য অবদানের জন্য দেশের মানুষ তাকে চিরদিন স্মরণ করবে। খবর এএফপি’র।
দেশে ‘এল মায়েস্ত্রো’ নামে পরিচিত আবরিউ ১৯৭৫ সালে কাজ শুরু করেন এবং আন্তর্জাতিকভাবে ‘এল সিস্টেমা’ (দি সিস্টেম) নামে পরিচিত হন। তার কর্মযজ্ঞের আওতায় ভেনিজুয়েলার ৯ লাখ শিশু রয়েছে এবং ১০ হাজার শিক্ষক শিক্ষাদান করছেন।
তিনি কয়েক বছর আগে এএফপি’কে বলেন, ‘এসব যুবককে আমরা সঙ্গীতের মাধ্যমে মাদক ও সহিংসতা থেকে দূরে রেখেছি।’
শিক্ষামন্ত্রী এলিয়াস জাউয়া আবরিউকে ‘একজন মহান ভেনিজুয়েলান’ উল্লেখ করে তার প্রশংসা করেন।
আবরিউ ১৯৩৯ সালের ৭ মে ভালেরায় জন্মগ্রহণ করেন। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আর তেমন কিছু জানা যায়নি।
যুগান্তকারী সঙ্গীত কর্ম ছাড়াও আবরিউ ভেনিজুয়েলার রাজনীতিতেও অবদান রাখেন। তিনি বিধায়ক ছিলেন এবং প্রেসিডেন্ট কার্লোস অ্যান্ড্রু পেরেজের দ্বিতীয় মেয়াদে তিনি সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এমআর/