সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি লতিফুর রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৬ জুন রাজধানীর শমরিতা হাসপাতালে মঙ্গলবার সকাল ৭টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আর সকাল সাড়ে ১০টার দিকে তার পরিবারের সদস্যরা তার মরদেহ বাসায় নিয়ে যান।
মঙ্গলবার সকালে শমরিতা হাসপাতালের হেল্প ডেস্ক ও আইসিইউ ডিপার্টমেন্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। মৃত্যুর সময় লতিফুর রহমানের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী আয়েশা রহমান, তিন মেয়ে- শম্পা, রুম্পা ও নিপাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত ২৭ মে বিকেল সাড়ে ৫টায় ইউনাইটেড হাসপাতাল থেকে শমরিতা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। লতিফুর রহমান নিউমোনিয়াসহ নানা রোগে ভুগছিলেন।
আজকের বাজার:এলকে/এলকে/ ৬ জুন ২০১৭