চলে গেলেন সেই মডেল

৪ দিন হাসপাতালে চিকিৎসার পর শেষ পর্যন্ত মৃত্যুর কোলেই ঢলে পড়লো ভারতের উঠতি মডেল তিয়াশা মজুমদার। গত শনিবার দুপুরে নিজের বাড়ির দোতলার ছাদ থেকে ঝাঁপ দেন তিনি। তারপর থেকেই আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জি নিউজ এক প্রতিবেদনে জানায়, ভারতের বেহালার সত্যেন রায় রোডে বাবা, মায়ের সঙ্গেই থাকতেন তিয়াশা। বিবেকানন্দ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পড়াশোনার সঙ্গে সঙ্গেই চলছিল মডেলিং। বেশকিছু বাংলা ছবিতেও অভিনয় করেছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তার স্নায়ুরোগের চিকিৎসা চলছিল।

উল্লেখ, গত শনিবার দুপুরে মায়ের সঙ্গে খাবার তৈরি নিয়ে রাগারাগি হয় তিয়াশার। তারপরই চলে যান ছাদে। এর কিছুক্ষণ পরই রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। বুধবার রাতে হাসপাতালে মৃত্যু হয় তিয়াশার।

এস/