চলে গেলো ‘সুদান’

পৃথিবীর শেষ সাদা গণ্ডারটি আর নেই। গত কয়েক মাস ধরে অসুস্থ থাকার পর শেষ পর্যন্ত বাঁচতে পারলো না নর্দান সাদা পুরুষ গণ্ডারটি।

সুদান নামের ৪৫ বছর বয়সী সাদা গণ্ডারটি কেনিয়ার ওআই পেজেটা কনসারভেন্সিতে বসবাস করতো। বয়স সংক্রান্ত  জটিলতার কারণে তার শারীরিক অবস্থা খারাপের দিকেই যাচ্ছিল। সোমবার থেকে তাকে ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছিল। সূত্র বিবিসি।

মানুষের বয়সের অনুপাতে ৯০ বছর বয়সের সমান পুরুষ গণ্ডারটি হাঁড়ের ক্ষয় ও ত্বকের ক্ষতজনিত রোগে ভুগছিল। শেষ সময়ে তার দাঁড়ানোর ক্ষমতা কমে গিয়েছিল।

তার মৃত্যুর পর পৃথিবীতে বাকি রইল দুইটি সাদা নারী গণ্ডার। যারা সুদানের মেয়ে ও নাতি। এদের নাম নাজিন (২৭) ও ফাতু (১৭)।

পুরোপুরি বিলুপ্ত হওয়ার দ্বারপ্রান্তে উপস্থিত হওয়া নর্দার সাদা গণ্ডার প্রজাতিটিকে টিকিয়ে রাখতে এতোদিন অনেক রকম প্রচেষ্টা চালানো হয়। প্রাকৃতিক উপায়ে এদের বংশবৃদ্ধির চেষ্টা চালান সংরক্ষণকর্মীরা। এ কাজে অর্থ সংগ্রহের জন্য সুদানের নামে ডেটিং সাইটে অ্যাকাউন্ট খুলে প্রচারণাও চালানো হয়। তাতেই বেশ জনপ্রিয়তা পায় সুদান।

সুদানের মৃত্যুতে প্রজাতিটি বাঁচিয়ে রাখার একমাত্র আশা  ভিটরো ফার্টিলাইজেশন প্রযুক্তি (আইভিএফ) প্রয়োগ।

এমআর/