চসিক নির্বাচনের আচরণবিধি পর্যবেক্ষণে মাঠে থাকবে ১৪ ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের আচরণবিধি পর্যবেক্ষণের জন্য ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে তারা মাঠে নামবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান। এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের শুভেচ্ছা সম্বলিত ব্যানার পোষ্টার অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় মিছিল, শোডাউন থেকে বিরত থাকার নির্দেশনা দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ম্যাজিস্ট্রেট নিয়োগের কপি আমরা হাতে পেয়েছি। দ্রুত তাদেরকে নির্বাচনের বিষয়গুলো অবহিত করা হবে। তারা বৃহস্পতিবার থেকে মাঠে নামবেন এবং প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আগামী ২৯ মার্চ চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ১ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ। এছাড়া ৯ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এবারের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান