চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিটি পুনর্গঠন করেছে আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চেয়ারম্যান ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। আজ রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে নেতাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৈঠক করে এই সিদ্ধন্ত গ্রহণ করেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, বৈঠকে চসিক নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। তিনি জানান, নির্বাচন পরিচালনা কমিটিতে দলের উপদেষ্টা পরিষদের সদস্য ড. অনুপম সেনকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এছাড়াও কো-চেয়ারম্যান করা হয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।
এছাড়া তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য করা হয়েছে। বৈঠকে দলের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ মহানগর, উত্তর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এর আগে ২৮ ফেব্রুয়ারি রাতে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় চসিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সেখানে চেয়ারম্যান মনোনীত করা হয় ড. অনুপম সেন ও সদস্য সচিব করা হয় ইব্রাহিম হোসেন বাবুলকে। একই সঙ্গে কো-চেয়ারম্যান করা হয় নগর আওয়ামী লীগের সব সহসভাপতিকে। এছাড়াও চসিক নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্র থেকে ইঞ্জিনিয়ার মোশাররফকে প্রধান সমন্বয়কারী করা হয়। ওবায়দুল কাদেরের উপস্থিতিতে আজ রোববারের বৈঠকে উক্ত কমিটি পুনর্গঠন করা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান