বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে ২০১৯ সালের জন্য যে আন্তর্জাতিক অর্থ সাহায্য চাওয়া হয়েছিল- বছর শেষে এসে দেখা যাচ্ছে সাহায্য মিলেছে তার চেয়ে অন্তত ৩৩ শতাংশ কম। এ বছরের মধ্য ফেব্রুয়ারিতে জাতিসংঘ এবং অন্যান্য দাতাদের যৌথ উদ্যোগে জেনেভায় অনুষ্ঠিত বৈঠক থেকে ৯২০ মিলিয়ন ডলার আন্তর্জাতিক অর্থ সাহায্যের আবেদন জানানো হয়। ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত হিসেবে দেখা যাচ্ছে, সাহায্য মিলেছে ৬২০ মিলিয়ন ডলার, অর্থাৎ ৩০০ মিলিয়ন ডলার কম। অথচ ২০১৮ সালেই ৯ মাসের জন্য পাওয়া গিয়েছিল ৬৫৫ মিলিয়ন ডলার।
শরণার্থী ও অভিবাসন বিষয়ক বিশ্লেষক আসিফ মুনীর বলেন, বিশ্বের বিভিন্নস্থানে যে জরুরি অবস্থা চলছে তাতে সহায়তা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হওয়ার কারণে সাহায্য কমার সম্ভাবনা দেখা দিয়েছে।
এদিকে, ইউরোপিয়ান কমিশন নতুন করে বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য ১০ মিলিয়ন ইউরো সহায়তা প্রদান করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান