চাঁদপুরের এসপি করোনায় আক্রান্ত

চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমানের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. মো সাখাওয়াতউল্লাহ জানান, মঙ্গলবার ঢাকা আইইডিসিআর থেকে ৮৭টি রিপোর্ট আসে। এর মধ্যে পুলিশ সুপার মাহবুবুর রহমান ও চাঁদপুর পুলিশ লাইন্সের ছয়জন পুলিশ সদস্যসহ মোট ১২টি নমুনার প্রতিবেদন করোনা পজিটিভ এসেছে।

ডা. মো সাখাওয়াতউল্লাহ বলেন, ‘গত ২৭ জুন এসপি সাহেব নমুনা দিয়েছিলেন। বর্তমানে তিনি ঢাকায় রাজারবাগে পুলিশ হেড কোয়াটারে পুলিশ হাসপাতালে যোগাযোগ করে কোয়ারেন্টাইনে থাকবেন ও প্রয়োজনীয় চিকিৎসা নিবেন বলে জানিয়েছেন। আক্রান্ত অন্য পুলিশ সদস্যরাও হোম কোয়ারেন্টাইনে থাকবেন।’

এখন পর্যন্ত চাঁদপুর জেলায় করোনা আক্রান্ত এখন প্রায় ৯০০ কাছাকাছি বলেও জানান সিভিল সার্জন।