চাঁদপুরের ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাসুদ রানা (২৩) নামের এক ব্যবসায়ীকে হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ পাঁচ আসামির ফাঁসির আদেশ দেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি সায়েদুল ইসলাম বলেন, ২০০৮ সালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাসুদ রানাকে হত্যা করা হয়। এর একদিন পর পাঁচ আসামিকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। সাক্ষ্যপ্রমাণ শেষে আজ পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আরজেড/আরএম