চাঁদপুরের শোল্লা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র ২৭ ডিসেম্বর ২০১৯, শুক্রবার চাঁদপুর জেলার ফরিদগঞ্জের শোল্লা বাজারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মো: মোশাররফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যাংকার মো. হানিফ চৌধুরী ও মো. মশিউর রহমান, শিক্ষাবিদ মো. আরিফুর রহমান, সমাজসেবক মো. আনোয়ার হোসেন চৌধুরী ও মো. জহিরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের হাজীগঞ্জ শাখাপ্রধান মো. শহীদ আহমদ। ব্যাংকের এজেন্ট ও মেসার্স হায়দার এন্ড হায়দার এসোসিয়েটস্ এর স্বত্ত¡াধিকারী মো. নাজমুল হায়দার চৌধুরীসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।