চাঁদপুরের সদর উপজেলায় একটি বাড়ির থেকে টাকা ও স্বর্ণালংকার লুট এবং গৃহবধূ সালেহা বেগমকে খুন করেছে ডাকাতরা।
রোববার (১২ আগস্ট) ভোরে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামে এ ঘটনা ঘটে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো.ওয়ালী উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ডাকাতদল গৃহবধূকে হত্যার পর ওই বাড়ি নগদ টাকা ও স্বর্ণালংকারও লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত সালেহা বেগম ওই এলাকার ফয়েজ উল্লাহ আল ফারুকের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার ভোরে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হন সালেহা। এ সময় ৫-৬ জন মুখোশধারী ডাকাত ঘরে ঢুকে সালেহার ছেলের বউ তাহমিনা আক্তারের হাত-পা বেঁধে ফেলে।পরে ডাকাতরা ঘর থেকে নগদ ২০ হাজার টাকা এবং স্বর্ণালংকার লুট করে। এ সময় সালেহা তাদের বাধা দিতে গেলে ডাকাতরা তাকে শ্বাসরোধ করে। ঘটনাস্থলেই গৃহবধূ সালেহার মৃত্যু হয়।
ওসি মো.ওয়ালী উল্লাহ বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের বাজার/এমএইচ