চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর লগ্গিমারা চর থেকে সোমবার রাতে ডাকাত সন্দেহে ১৪ জন ট্রলার ও ড্রেজার শ্রমিককে আটক করেছে কোস্টগার্ড। এ সময় দুইটি ট্রলার ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
মঙ্গলবার সকালে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে.এএসএম লুৎফর রহমান বলেন, রাতে আমাদের অভিযানের সময় নদীতে ট্রলার দেখলে থামানোর নির্দেশ দেয়া হয়। কিন্তু ট্রলার না থামানোয় দুই রাউন্ড ফাঁকাগুলি ছোড়া হয়। পরে তারা একটি বাল্কহেডে গিয়ে পালালে সেখানে থেকে তাদের আটক করা হয়। এ সময়ে দেশীয় অস্ত্র, ১০পিচ ইয়াবা ও কিছু গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ট্রলার ও ড্রেজার শ্রমিক বলে দাবি করেছে। দৈনিক হাজিরা ভিত্তিতে ড্রেজারে কাজ করেন বলে দিাবি তাদের। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান