চাঁদপুরে তিন স্কুল ছাত্রী নিখোঁজ 

চাঁদপুরের হাজীগঞ্জে একই পরিবারের দুই যমজ বোনসহ তিন স্কুল ছাত্রী নিখোঁজ হওয়ার সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছ।

নিখোঁজ স্কুল ছাত্রীরা হলেন, রীতা রানী দাস (১৩) ও স্মৃতি রানী দাস (১৩)। এরা দুজন বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের খোকন চন্দ্র দাসের যমজ মেয়ে। নিখোঁজ অপর ছাত্রীর নাম নীলা আক্তার (১৩)। সে একই গ্রামের কামাল হোসেনের মেয়ে।

ওই ৩ ছাত্রী উপজেলার বাকিলা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।তারা বুধবার বাড়ি থেকে বিদ্যালয়ের যাওয়ার পর নিখোঁজ হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিখোঁজ ছাত্রীদের পরিবার জানায়, বুধবার সকালে তারা ড্রেস পরে স্কুলে যায়। দুপুরের টিফিনে বাড়িতে এসে আবারও স্কুলে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে তাদের খুঁজে পাওয়া যায়নি। তাই জিডি করা হয়েছে।

বাকিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীল জানান, বুধবার তিন ছাত্রীর উপস্থিতি ছিল। ওইদিন ২টা পর্যন্ত নিয়মিত শ্রেণী কার্যক্রম শেষে বিকালে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার পর সব শিক্ষার্থী চলে যায়।

থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম যুগান্তরকে জানান, সহোদর দুই ছাত্রীর বাবা বুধবার এবং অপর ছাত্রীর মা বৃহস্পতিবার সাধারণ ডায়েরি (নং-১১৪৪ ও ১১৮৫) করেছেন। আমরা এ বিষয়ে তদন্ত করছি।

 

আজকের বাজার/ এমএইচ