চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রোববার (২২ জুলাই) দুপুরে উপজেলার বাড্ডা পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।
নিহতরা হলো, পাটওয়ারী বাড়ির কামরুল পাটওয়ারীর ছেলে আসিফ পাটওয়ারী (৪) ও কামরুলের ছোট বোন কুসুম বেগমের মেয়ে তানিশা আক্তার (৬)। তানিশার বাড়ি কচুয়া উপজেলার হাসিমপুর গ্রামে। সে ওই গ্রামের দিদার হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কুসুম বাবার বাড়িতে বেড়াতে আসেন। বেলা ১১টার দিকে মেয়ে তানিশা ও আসিফ নিখোঁজ হয়ে যায়। পরে পুকুরে তাদের মৃতদেহ ভেসে উঠতে দেখে এলাকাবাসী।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আজকের বাজার/একেএ