করোনাভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে জেলার সব উপজেলায় পৃথক অভিযানে ৪২জনকে ৪৮ হাজার ১৩০ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত জেলার উপজেলাসমূহের ইউএনও, এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ পৃথকভাবে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আজ সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব তথ্য জানান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে অযথা বাসা থেকে বের হওয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখা ও হোম কোয়ারেন্টাইন না মানাসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর তফসিলভুক্ত আইন অনুযায়ী ১৮টি মামলায় ৪২জন ব্যক্তিকে সর্বমোট ৪৮ হাজার ১৩০ টাকা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রমে ১টি মামলায় ১জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান