চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়নের সৈয়দপুর গ্রামেকথিত বন্দুকযুদ্ধে এক জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ডাকাত ছিলেন বলে দাবি করছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির জাকির হোসেন (৪০)। তিনি উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের স্বর্ণা গ্রামের বাসিন্দা।
পুলিশের ভাষ্য, তার বিরুদ্ধে আটটি মাদক ও ডাকাতির মামলা রয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, ভোর রাতে একদল ডাকাত সৈয়দপুর গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তখন তারা টহল পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে জাকির গুলিবিদ্ধ হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
‘বন্দুকযুদ্ধে’ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন ওসি।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, চারটি গুলি, ছোট বড় চারটি ছুরি, একটি চাপাতি ও একটি শাবল উদ্ধারের দাবি করেছে।
হাজীগঞ্জ থানা পুলিশ বলছে, জাকির এর আগেও বেশ কয়েকবার ডাকাতি ও মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। সবশেষ ২/৩ মাস আগে ডাকাতির মালামালসহ আটক হয়েছিলেন। সেই মামলায় কিছুদিন আগে তিনি জামিন পান।
আরএম/