চাঁদপুরে ২০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র করতে যাচ্ছে দেশ এনার্জি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। আগামী মে মাসের মধ্যে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আমদানি করা জ্বালানি তেল দিয়ে এই কেন্দ্র চলবে। এখানের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরা হয়েছে ৮টাকা ৩৩ পয়সা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকায় বিদ্যুৎ ভবনে দেশ এনার্জির সাথে এ সংক্রান্ত ক্রয় চুক্তি সই করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ১৫ বছরের জন্য বিদ্যুৎ কিনতে এই চুক্তি হয়।
চুক্তিতে পিডিবি’র সচিব মিনা মাসুদ উজ্জামান ও দেশ এনার্জি চাঁদপুর পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা সম্পাদক নাভিদুল হক সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, প্রতিবছর বিদ্যুতের চাহিদা বাড়ছে তিন হাজার মেগাওয়াট করে। এই চাহিদা মেটাতে বিদ্যুৎ বিভাগ বিদ্যুতের গতিতে চলছে। বিদ্যুতের সংযোগ যেমন দেয়া হচ্ছে তেমনই নিরচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরো বলেন, বিদ্যুৎ খাতে বিনিয়োগের পরিবেশ অনেক ভালো। এজন্য সকলে বিনিয়োগ করতে চায়। ব্যাংকগুলো ঋণও দিতে আগ্রহী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, দেশ এনার্জিও ব্যবস্থাপনা পরিচালক নাদিমুল হক প্রমুখ।
আজকের বাজার : এনএল/ এসএস/ ৪ ডিসেম্বর ২০১৮