চাঁদপুর সদরের পৌরসভা এলাকার কোড়ালিয়ায় সোমবার দুপুরে একটি পুকুর থেকে বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করেছে স্থানীয়রা।
এ সময় অপু পাটোয়ারী নামের এক যুবক সাপটিকে নিজের সংরক্ষণে রাখেন। পরে তা উদ্ধার করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার ইমরান হোসাইন।
ইমরান হোসাইন জানান, রাসেল ভাইপারটিকে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের কাছে হস্তান্তর করা হয়েছে। এক মাস আগে একই প্রজাতির আরেকটি সাপকে পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা।
আজকের বাজার/লুৎফর রহমান