চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে শুক্রবার রাতে আকস্মিক ভাঙন শুরু হয়েছে।
উপজেলার বালুরচর গ্রামের জনতাবাজারের পাশে বেড়িবাঁধের অর্ধেক অংশ দেবে গেছে।
এলাকাবাসীর অভিযোগ, শুক্রবার বিকালে বাঁধের অল্প এলাকা দেবে যেতে লাগলে মেঘনা-ধনাগোদা প্রকল্পের নির্বাহী প্রকৌশলীকে ফোন দেয়া হলেও তিনি তাৎক্ষণিক ব্যবস্থা না নেয়ায় রাতে বাঁধের ভাঙন তীব্র আকার ধারণ করে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করেছে।
নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, বাঁধের ১৫০ মিটার দেবে গেছে। ভাঙনের জায়গায় বালি ভর্তি ব্যাগ ফেলা হচ্ছে। এখানে মেঘনার পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীষ দাস বলেন, ‘ভাঙন এলাকায় ব্যাগ ফেলতে স্থানীয় স্বেচ্ছাসেবকরা সারারাত কাজ করেছেন। এখন মোটামুটি আশঙ্কামুক্ত।’
এ বিষয়ে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নূরুল আমিন রুহুল বলেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের চাঁদপুর কার্যালয়ের চরম গাফিলতি রয়েছে। তাদের কারণেই আজ এ অবস্থা।
‘আমি ভাঙনের বিষয়টি শোনার সাথে সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। ইতোমধ্যে ভাঙন রোধে বালিভর্তি ব্যাগ ফেলার কাজ শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না। তাছাড়া আমি পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের সাথেও কথা বলেছি। দ্রুত সব ব্যবস্থা নেয়া হচ্ছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই।’