চাঁদপুর নৌ-টার্মিনালে যাত্রীবাহী ‘এমভি রফরফ’ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় কয়েকশ যাত্রী অল্পের জন্যে রক্ষা পেয়েছেন।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। দমকল বাহিনী প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, লঞ্চটি সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুর নৌ-টার্মিনালে যাত্রী তুলছিল। এসময় হঠাৎ লঞ্চের পেছনের অংশের ইঞ্জিনে আগুন লেগে যায়।
ফায়ার সার্ভিসে দ্রুত খবর দিলে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনার পরপর ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন।
তবে কিভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে দমকল বাহিনী সেটা নিশ্চিত ভাবে বলতে পারছে না।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোবারক হোসেন বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত এসে নিয়ন্ত্রণে এনেছি। তবে কিভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ কী তদন্ত সাপেক্ষে সেটা বলা যাবে।
আজকের বাজার/এমএইচ