চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ মজুমদার বাড়ির সামনে আজ সকালে প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক অটোরিকশা নিহত হন এবং আহত হয়েছেন দুইজন কলেজ ছাত্রী।
নিহত রুহুল আমিন(৪০)শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের রকিব উদ্দিন শেখ বাড়ির সিরাজুল হকের ছেলে। দুর্ঘটনায় আহত হন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ফেরদৌস আক্তার ও কানিজ ফাতেমা আনিকা।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা নাঈম জানান, সিএনজি চালক রুহুল আমিন ঘটনাস্থলে মারা যান। আহতদের মধ্যে ফেরদৌস আক্তারকে ঢাকায় পঙ্গু হাসপাতালের প্রেরণ করা হয়। কানিজ ফাতেমা আনিকাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। (বাসস)