চাঁদপুর জেলায় ১০ টাকা কেজিতে মার্চ মাসে ৫৩ হাজার পরিবার চাল পেয়েছে। বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে গত ১ মার্চ মাস থেকে অতি দরিদ্র ও অসহায় ৫৩ হাজার পরিবারকে ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেয়া হয়েছে।
প্রথম পর্যায়ে মার্চ ও এপ্রিল এবং দ্বিতীয় পর্যায়ে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এ ৫ মাস ১০ টাকা কেজির চাল দেয়া হবে।
চাঁদপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুরের ৮ উপজেলার ৮৮ টি ইউনিয়নে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমোদিত তালিকা অনুযায়ী মার্চ ও এপ্রিল এ দু’মাসে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে ৫৩ হাজার ১৫৬টি পরিবারের মধ্যে ১২৮ জন সরকারিভাবে নিয়োগ প্রাপ্ত ডিলারের মাধ্যমে ওই চাল বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে মার্চ মাসের চাল সকল ডিলার উত্তোলন করে নিয়ে বিতরণ করেছেন।
চাঁদপুরের ১৪টি ইউনিয়নে ২৪ জন ডিলারের মাধ্যমে ৮ হাজার ৭৩৬টি পরিবার, হাজীগঞ্জের ১১টি ইউনিয়নে ২১ জন ডিলারের মাধ্যমে ৭ হাজার ২৬৬টি পরিবার, ফরিদগঞ্জের ১৫টি ইউনিয়নে ১৫ জন ডিলারের মাধ্যমে ৭ হাজার ৯৯৭টি পরিবার, মতলব দক্ষিণের ৬টি ইউনিয়নে ১৩ জন ডিলারের মাধ্যমে ৫ হাজার ৩৬৫টি পরিবার, মতলব উত্তরের ১৩টি ইউনিয়নে ১৬ জন ডিলারের মাধ্যমে ৬ হাজার ৮১৪টি পরিবার, শাহরাস্তিতে ১০টি ইউনিয়নে ১২ জন ডিলারের মাধ্যমে ৪ হাজার ৫০৭টি পরিবার, কচুয়ার ১২টি ইউনিয়নে ১৯ জন ডিলারের মাধ্যমে ৯ হাজার ৩১২টি পরিবার এবং হাইমচরের ৬টি ইউনিয়নে ৮ জন ডিলারের মাধ্যমে ৩ হাজার ১৬৮টি পরিবারকে স্ব-স্ব ইউনিয়নে ওই চাল দেয়া হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ডিলার মহসিন তপাদার জানান, আমার ইউনিয়নে ৫৩৩ জন কার্ডধারী স্বল্প আয়ের লোকদের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় সরকারী তদারকি অফিসারের উপস্থিতিতে চাল বিলি-বন্টন করছি।
এ ইউপির দেইচর গ্রামের ৪৯৬ নং কার্ডধারী মাহমুদা বেগম (৫৮) বলেন, আমরা শেখ হাসিনার কাছে ঋণী। কারণ, ‘এই সময় আমাদের কাজ থাকে না, অর্থ সংকটে থাকে, তাই এই ১০ টাকা কেজির চালে অনেক উপকার হয়।’
একই ইউপির ২১৮ নং কার্ডধারী নারায়ণ চন্দ্র শিল (৬৫) বলেন, ‘এ সরকার জনবান্ধব সরকার, আমরা যারা গরীব ও অসহায় তাদের পাশে সব সয়য় শেখের বেটিরে পাইছি, এ ১০ টাকা কেজির চালে আমার অনেক সহযোগিতা হইছে।’
চাঁদপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মোখলেছুর রহমান জানান, নি¤œ-আয়ের মানুষের আর্থিক সহযোগিতার জন্যেই সরকার ১০ টাকা কেজির চাল দেয়ার উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচির আওতায় ২০১৭- ২০১৮ অর্থবছরে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা করে (প্রতি কেজি) প্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণের সিদ্ধান্ত নেয় সরকার। সেই আলোকেই আমরা মার্চ মাসের চাল ডিলারদের দিয়েছি, তারা সঠিক ভাবেই বিতরণ সম্পন্ন করেছে। এপ্রিল মাসে ও চাল বিতরণ করা হবে।
গত সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে প্রথম ধাপের চাল বিতরণ করা হয়েছিলো।
এমআর/