চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। মঙ্গলবার ১৬জানুয়ারি সকাল ৭টায় মতলব উত্তর উপজেলার পাঁচআনী হাইস্কুলের সামনের সড়কে একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিনএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত সবাই অটোরিকশার যাত্রী। তারা হলেন- মফিজুল ইসলাম (৪৫), অনিক সরকার (২৪) ও আলমগীর হোসেন (৫০)। তাদের বাড়ি মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক শংকর কুমার জানান, দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজি চালক নূরুল হক জিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মতলব উত্তর থানার ওসি আনোয়ারুল হক জানান, মঙ্গলবার সকালে পাঁচআনী চৌরাস্তা বাজার থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা তিন জন যাত্রী নিয়ে চিরারচর এলাকার দিকে যাচ্ছিল। পথে পাঁচআনী হাইস্কুল এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরকিশায় থাকা ৩ যাত্রী নিহত হন। এ ঘটনায় পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।
আজকের বাজার:এসএস/১৬জানুয়ারি ২০১৮