চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একটি অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ দুইজন।
নিহতরা সবাই জেলে ছিলেন। তারা মাছ ধরার জন্য চাঁদপুর যাচ্ছিল।
সোমবার (২২ অক্টোবর) ভোরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে। হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- আবু সুফিয়ান (৪০), এলেম হোসেন (৪৫) ও তার ছেলে একরাম হোসেন (২২)। তাদের সবার বাড়িই শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায়।
আহতরা হলেন- অটোরিকশা চালক এবং আরেক যাত্রী বিল্লাল হোসেন (৩৫)। তাদেরকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের নাম জানা যায়নি।
ওসি আলমগীর হোসেন জানান, অটোরিকশাটি শাহরাস্তির উয়ারুক বাজার থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। বাকিলার কাছে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এত হতাহতের এ ঘটনা ঘটে।
আজকের বাজার/এমএইচ