মেঘনার মোহনায় চাঁদুপর থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি তাসরিফ-৩ লঞ্চে অভিযান চালিয়ে আনুমানিক ২০ মণ(৮০০ কেজি)জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।
চাঁদপুরে কর্তব্যরত কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান জানান, রবিবার ভোরে খবর পেয়ে কন্টিনজেন্ট কমান্ডার ইছাহাক আলী ও সহকারি মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা এমভি তাসরিফ-৩ লঞ্চে অভিযান চালায়। এ সময় লঞ্চ থেকে আনুমানিক ২০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়।
তিনি আরো জানান, নদীতে সকল ধরনের অন্যায় অপরাধ ও দস্যুতা প্রতিরোধে চাঁদপুরের কোস্টগার্ড সদা তৎপর রয়েছে। পাশাপাশি মা ইলিশ ও জাটকা রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান