চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর ও কাশি নিয়ে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে।
করোনা পজেটিভ নিয়ে মারা গেছে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়ন যুবদলের নেতা মোবাশ্বের হোসেনের মেয়ে কলেজছাত্রী মিথিলা আক্তার (১৭)। সে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মৃত্যুবরণ করে বলে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-কচুয়া সার্কেল) আফজাল হোসেন জানিয়েছেন।
অন্যদিকে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আবদুল আউয়াল সর্দার (৫০), উপজেলার এন্নাতলি গ্রামের জহিরুল ইসলাম মিয়াজীর ছেলে দুলাল মিয়াজী (৫০), বাখরপাড়া গ্রামের আবদুল মতিনের ছেলে আবুল কালাম খলিফা (৭০), বাকিলা ইউনিয়নের আব্দুল মতিনের ছেলে আব্দুর রশিদ আবু খলিফা (৬৫) ও টোড়াগড় মজুমদার বাড়ির নুরু মজুমদার (৭৫) এবং সদর উপজেলার বড় সুন্দর গ্রামের মাহবুবুল হক পাটওয়ারী (৬০) ও পশ্চিম সেকদীর আবু তাহের শেখ (৫৫)।
সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা জানান, স্বাস্থ্য বিভাগ থেকে মৃতদের নমুনা সংগ্রহ এবং বিধি মেনে দাফন সম্পন্ন করা হয়েছে।