চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের অধীনে জেলার ৬ টি খাল পুনঃখনন কাজ চলছে। চলতি অর্থ বছরে এ কাজ সম্পন্ন করতে তৎপর ঠিকাদারি প্রতিষ্ঠান গুলো। দেশের ৬৪ জেলার আভ্যন্তরে ছোট নদী, খাল ও জলাশয় পুন:খনন(প্রথম পর্যায়)শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুর জেলার ৬টি খাল পুন:খননের কাজ অনেকটা শেষ হওয়ার পথে। ইতোমধ্যে কয়েকটি খাল খনন কাজ সম্পন্ন হয়েছে। এসব খাল পুন:খনন কাজে সরকারের ব্যয় হয়েছে ৪ কোটি ৪ লাখ ৫৩ হাজার টাকা। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে, জেলার অভ্যন্তরে নদী, খাল ও জলাশয় পুন:খনন সংক্রান্ত কমিটির সিদ্ধান্তের আলোকে প্রকল্পের প্রথম পর্যায়ে ৬টি খাল খনন কাজ শুরু হয়। বিভিন্ন কারণে ২০১৯ সালে খনন কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সম্ভব হয়নি।
চলমান পুন:খনন খালগুলো হচ্ছে-চাঁদপুর সদরের রাজার খাল ৬.১ কিলোমিটার, ফরিদগঞ্জ উপজেলার রুমুর খাল, ৯.৭১৫ কিলোমিটার, হাইমচর উপজেলার ডি-২সি খাল ৫.১০ কিলোমিটার, হাজীগঞ্জ উপজেলার সোনাপুর খাল-৫ কিলোমিটার, শাহরাস্তি উপজেলার নরীনপুর খাল ৮.৬০ কিলোমিটার ও কচুয়া উজেলার চক্রা-বেনাচোঁ খাল ৬.৮৫ কিলোমিটার। পানি উন্নয়ন বোর্ড সূত্রে আরো জানাগেছে, প্রাথমিকভাবে এসব খালগুলো সঠিকভাবে খনন সম্পন্ন হলে এলাকার জলাশয় নিরসন ও বিভিন্ন জাতের ফসল উৎপদানে পূর্বের অবস্থা ফিরে আসবে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, এসব খাল পুন:খননের কাজ করতে গিয়ে স্থানীয়দের বিভিন্ন বাধার মুখে পড়তে হয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানকে। তারপরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কাজগুলো এগিয়ে চলছে। প্রত্যেকটি খাল পুন:খননের কাজ আমাদের তদারকিতে চলছে। চলমান কাজ দেখার জন্য আমাদের একজন উপ সহকারী প্রকৌশলী সার্বক্ষণিক দেখা-শুনা করছেন। সিডিউল অনুযায়ী কাজ বুঝে পাওয়ার পর ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিল দেয়া হবে। আশা করি এ জুনের মধ্যে কাজগুলো সমাপ্ত সম্ভব হবে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান