চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের খাজুড়িয়ায় নামক স্থানে গতরাতে বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং একজন আহত হয়েছেন। মৃতরা হাজীগঞ্জ উপজেলার রান্ধুনিমুড়ার সিএনজি চালক রুবেল (৩২) ও মৈশামুড়ার বকুল (৩৫)।
স্থানীয়রা জানান, রাত ১০ টায় খাজুড়িয়ার বাস্ট্যান্ডে বালুভর্তি ট্রাক ও সিএনজির মুখমুখি সংর্ঘষের ঘটনায় ঘটনাস্থলে সিএনসি চালকসহ ১ জন যাত্রী নিহত হন। অপর যাত্রী গুরুতর আহত হন। ঘটনার পর থেকে চাঁদপুর -কুমিল্লা মহাসড়কে রাত ১২টা পর্যন্ত যানচলাচল বন্ধ ছিল।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাত ১টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।