চাঁদাবাজির প্রতিবাদে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ফুটপাতে চাঁদাবাজির প্রতিবাদে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ব্যবসায়ী ও হকাররা।সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।

এ সময় ব্যবসায়ীরা রাস্তায় নানা পণ্য সামগ্রী ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সড়ক অবরোধের কারণে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে এই সড়কে যাতায়তকারী দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী ৩৮ জেলার যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

পরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাঁদাবাজি বন্ধের আশ্বাস দেন।

পরে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন, বলেন ওসি।