চাঁদা না দেয়ায় সাভারের আশুলিয়ার এক রিকশাচালককে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের এক সদস্যের বিরুদ্ধে।
রোববার দুপুরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও রিকশা শ্রমিকরা প্রায় ঘন্টাব্যাপি টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
আহত রিকশা চালকের নাম আব্দুল মালেক (৩২)। তিনি বগুড়া জেলার আদমদিঘি থানার দরিয়াপুর গ্রামের আফজাল সরদারের ছেলে। সপরিবারে জামগড়ার কাঁঠালতলা এলাকার ওহাব মিয়ার ভাড়াটিয়া মালেক রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে আব্দুল মালেকের কাছে নুরুল আমিন নামের এক ট্রাফিক পুলিশ সদস্য চাঁদা দাবী করেন। এসময় ওই রিকশাচালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পুলিশ সদস্য তাকে বেদম প্রহার করে। এসময় শরীরের স্পর্শকাতর জায়গা অন্ডকোষে আঘাত লেগে মালেক অচেতন হয়ে পড়লে পুলিশ ও এলাকাবাসী তাকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে ঢাকা জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, ট্রাফিক পুলিশ সদস্য কর্তৃক রিকশা চালককে পিটিয়ে আহত করার ঘটনাটি তিনি অবগত রয়েছেন। আপাতত আহত রিকশাচালককে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আর তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত হলে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এমআর/