চাঁদের চারপাশে পর্যটক পাঠানোর নতুন একটি পরিকল্পনা বৃহস্পতিবার ঘোষণা করেছে মহাকাশযান নির্মাণকারী প্রতিষ্ঠান স্পেস-এক্স।
পর্যটকদের চাঁদের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য স্পেস-এক্স বিগ ফ্যালকন রকেট (বিএফআর) নামের একটি বিশাল নভোযানের নকশা করছে বলে জানায় বার্তা সংস্থা এএফপি।
একটি টুইটে প্রতিষ্ঠানটি জানায়, তারা বিএফআর নভোযানে করে চাঁদের চারপাশে উড়বার জন্য প্রথম যাত্রীর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এটাকে তারা সাধারণ মানুষদের মহাকাশ ভ্রমণের স্বপ্ন পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করে।
এবিষয়ে খুঁটিনাটি না জানালেও স্পেস-এক্স সোমবার বিস্তারিত তথ্য দেবে বলে জানিয়েছে।
ইলন মাস্কের পরিচালনাধীন প্রতিষ্ঠানটি এর আগেও চাঁদের চারপাশে পর্যটক পাঠানোর পরিকল্পনা করেছিল।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে স্পেস-এক্স বলেছিল, তারা ২০১৮ সালের শেষ দিকে চাঁদের চারপাশে পৃথিবীর প্রথম পর্যটক হিসবে দুইজনকে চন্দ্র প্রদক্ষিণ করতে পাঠাবে।
ওই পর্যটকদের ‘ড্রাগন’ নামের নভোযানে মহাকাশে পাঠানোর কথা ছিল। এধরনের নভোযানে স্পেস-এক্স নিয়মিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রশদ সরবরাহ করে।
তবে প্রতিষ্ঠানটি ওই পরিকল্পনার বিষয়ে এখন কোনো কথাই বলছে না। পর্যটকদের নাম এবং তারা মহাকাশ ভ্রমণে কত টাকা ব্যয় করছেন তাও প্রকাশ করেনি।
আজকে বাজার/এএল