পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণ করতে বৈঠকে জাতীয় চাঁদ দেখা কমিটি। বুধবার দেশের কোথাও চাঁদ দেখা যায় তাহলে বৃহস্পতিবার (১৭ মে) থেকে পবিত্র মাহে রমজান শুরু। আর যদি চাঁদ দেখা না যায় তাহলে শুক্রবার থেকেই মাহে রমজান শুরু।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় সভাপতিত্ব করছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
সভায় ধর্মসচিব মো. আব্দুল জলিল, স্পাসোর চেয়ারম্যান মুহাম্মদ দিলাওয়ার বখত, ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দিন আহমাদ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. সামছুদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী মসজিদের খতিব মাওলানা আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
আজকের বাজার/আরআইএস