চাঁদ দেখা গেছে, ঈদ ২ সেপ্টেম্বর

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী ২ সেপ্টেম্বর শনিবার সারাদেশ উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

২৩ আগষ্ট বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মিলনায়তনে আয়োজিত সভা শেষে এমন ঘোষণা দেওয়া হয়।

এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানানো হয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ১ সেপ্টেম্বর সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ অগাস্ট ফজর থেকে শুরু হয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত হজের যাবতীয় কার্যক্রম চলবে। সে অনুযায়ী সৌদি আরবে ১ সেপ্টেম্বর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

আজকের বাজার:এলকে/এলকে/ ২৩ আগষ্ট ২০১৭