জেলার শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার কানসাট বাজার এলাকায় এই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পারদিলালপুর এলাকার হারুন (২৬) ও ধোবড়া এলাকার আবু সাইদের স্ত্রী রেনুয়ারা বেগম (৫৫)। দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার চাকলা এলাকার জাহিদুল ইসলামের ছেলে অহেদুল ইসলাম (২৪) ও রেনুয়ারা বেগমের ছেলে আহম্মেদ আলী (১৯)।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সিরাজ উদ্দিন জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সোনামসজিদ স্থলবন্দরগামী একটি ট্রাক কানসাট বাজার এলাকায় রাস্তার পাশে যাত্রী নেয়ার জন্য দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত ও আরও দুই যাত্রী আহত হন। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান