চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র, মাদকসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর এলাকা থেকে রবিবার রাতে অস্ত্র ও হেরোইনসহ ১৫ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাবু ওরফে বোমা বাবু (৩৩) উপজেলার চুনাখালি খলিফাপাড়া এলাকার আফসার আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল রবিবার রাত সাড়ে ১০টার দিকে মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে আম বাগানে অভিযান চালায়। পরে পিস্তল, ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও ৩শ গ্রাম হেরোইনসহ বাবুকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, বাবু বিস্ফোরক, অস্ত্র, মাদক ও সরকারি কাজে বাধাদানসহ ১৫টি মামলার আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়েছে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান