চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২৫জন। বৃহস্পতিবার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিন জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
একই সময়ে ৩০৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ২৫ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৮.১১ শতাংশ। তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৮২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৯৭ জন। বর্তমানে করোনা ইউনিটে ভর্তি আছেন ৬৭ জন রোগী। আর এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ১২৮জন। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান