চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলার রায়ে মঙ্গলবার এক জেএমবি সদস্যকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৩ এর বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য তৌহিদুল ইসলাম (৩৫) জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোধোবড়া সন্ন্যাসী গ্রামের মাহিদুর রহমানের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর ভোরে ধোবড়া বাজার এলাকা থেকে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ জেএমবি সদস্য তৌহিদুলকে আটক করে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় তৌহিদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। পরে, মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর তৌহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
আজকের বাজার/এমএইচ