চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপর-রাজারামপুর এলাকায় সোমবার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার হরিপুর এলাকার মৃত মুসলিম উদ্দীনের ছেলে গোলাম রাব্বানী (৪২) ও তার মেয়ে সাদিকিনা রসনি(৮)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. মিন্টু রহমান জানান, গোলাম রাব্বানী তার মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বেলা সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপর-রাজারামপুর এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। ট্রাকসহ চালক পালিয়ে গেছে বলে জানান ওসি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান